ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিরাপত্তা ভেদ করে আবারো মাঠে দর্শক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
নিরাপত্তা ভেদ করে আবারো মাঠে দর্শক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: আবারো নিরাপত্তা ভেদ করে মাঠে ঢুকে পড়লেন দর্শক। কল্লোল দেবনাথ নামের ওই দর্শক লোহার প্রাচীর ডিঙিয়ে মাঠের সীমানায় প্রবেশ করে দৌড়ে গিয়ে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন।

সিলেটে টেস্ট ম্যাচ অভিষেক থেকে এমন ঘটনায় খেলায় ব্যাঘাত ঘটনোর বিষয়টি আলোচনায় এসেছে। একের পর এক ব্যতিক্রমী ঘটনায় বিরক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিরক্ত খেলোয়াড়রাও।

যদিও মুশফিক তার স্বভাবসুলভ ভঙ্গিমায় ওই যুবককে জড়িয়ে ধরেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক টেস্টে মাঠে ঢুকে মুশফিককে জড়িয়ে ধরেছিল এক শিশু। ১০/১২ বছর বয়সের ওই শিশুটি নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে গ্যালারির গ্রিল টপকে মাঠে ঢুকে পড়ে।

সিলেটের মাঠে নিরাপত্তা ভেদ করে দর্শক ঢুকে পড়ার ঘটনা এটিই ছিল প্রথম।

সোমবার (০৫ নভেম্বর) টেস্ট ম্যাচের তৃতীয় দিনে তাইজুলের দশম উইকেট লাভের পর বেলা ১ টা ২৭ মিনিটের দিকে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

আটক যুবক কল্লোল দেবনাথ ২১ শাহ পরান এলাকার বিএস দেবনাথের ছেলে ও সিলেট ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেনীর ছাত্র।

স্টেডিয়ামের নিরাপত্তা ইনচার্জ নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) জাবেদুর রহমান বাংলানিউজকে বলেন, স্টেডিয়ামের অভ্যন্তরে নির্দিষ্ট দূরত্বে পুলিশ কর্তব্যরত ছিল। কিন্তু পুলিশের কর্তব্যস্থলের দূরত্বের মাঝামাঝি স্থান দিয়ে তরুণটি প্রবেশ করেন।

তিনি বলেন, আইসিসি’র আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।