ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ‘নিষিদ্ধ’ সাব্বির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ‘নিষিদ্ধ’ সাব্বির সাব্বির রহমান-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে দেখা যাবে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মনকে।

১৮-১৯ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।

বুধবার (১৪ নভেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

‘আমরা ওকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচটির জন্য বিবেচনায় রেখেছি। ’

শৃঙ্খলা ভঙ্গের দায়ে চলতি বছরের সেপ্টেম্বরে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট নিষেধাজ্ঞা শোনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হননি এবং সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের হয়ে (এনসিএল) অংশ নিয়েছেন।

স্বাগতিক বাংলাদেশর বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে আজ  থেকেই বাংলাদেশ সফরে আসতে শুরু করবে ক্যারিবিয়ানরা। তিন ভাগে ভাগ হয়ে আসা দলের ২৫ সদস্যের ১০জন আজ বিকেলে ঢাকা পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই চট্টগ্রামের বিমান ধরবেন। বাকি ১৫ জন আসবেন বৃহস্পতিবার সকাল ও বিকেলে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে ২২-২৬ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম টেস্ট শেষে ২৭ নভেম্বর দুই দলই ঢাকায় ফিরবে। ঢাকা এসে ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে শেষ টেস্ট। টেস্ট সিরিজ শেষ হলে ৬ ডিসেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে গড়াবে একদিনের প্রস্তুতি ম্যাচ। ৯ ডিসেম্বর শের ই বাংলায় প্রথম ওয়ানডেতে মাশরাফিদের মোকাবেলা জেসন হোল্ডার ও তার দল।

একই ভেন্যুতে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১২ ডিসেম্বর দুই দলই চলে যাবে সিলেট। ১৪ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রকেট স্টেডিয়ামে। বলে রাখা ভাল প্রতিটি ওয়ানডে ম্যাচই হবে দিবা-রাত্রির।

ওডিআই সিরিজ শেষে ১৭ ডিসেম্বর একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলে ১৮ ডিসেম্বর দুই দল ফিরবে ঢাকায়।

২০ ও ২২ ডিসেম্বর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শেষ দুই টি টোয়েন্টি শেষে ২৩ ডিসেম্বর সফরকারীরা দেশের প্লেন ধরবে।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।