ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রিয়াদের সঙ্গে মিরাজও সেজদা দিলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
রিয়াদের সঙ্গে মিরাজও সেজদা দিলেন রিয়াদের সঙ্গে মিরাজও সেজদা দিলেন-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সেঞ্চুরি করার পর সেজদা দেওয়াটা ক্রিকেটে স্বাভাবিক ব্যাপার। কিন্তু একজনের সেঞ্চুরিতে দু’জনের সেজদা হয়তো ক্রিকেট বিশ্বে আগে কখনো দেখা যায়নি। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদ দুর্দান্ত এক সেঞ্চুরি করে সেজদায় যান। তার দেখাদেখি মেহেদি হাসান মিরাজও সেজদা করেন।

দীর্ঘ ৮ বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা পান রিয়াদ। ১২২ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।

২০১০ সালের পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে আবেগ ধরে রাখতে পারেননি রিয়াদ। হেলমেট খুলে চলে যান সেজদায়। তবে সবাইকে চমকে দিয়ে অপরপ্রান্তে থাকা মিরাজও সেজদা করেন। যদিও তিনি ২৭ রানে অপরাজিত ছিলেন।

এ দু’জনের অপরাজিত ব্যাটিংয়ে ৬ উইকেটে ২২৪ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৪৩ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।