ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে গোল্ড ক্যাটাগরিতে সাব্বির-আরিফুল-জাকির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
পিএসএলে গোল্ড ক্যাটাগরিতে সাব্বির-আরিফুল-জাকির সাব্বির-আরিফুল। ছবি: বাংলানিউজ

ঢাকা: ২০১৯ পাকিস্তান সুপার লিগের  (পিএসএল) প্লেয়ারর্স ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন; সাব্বির রহমান রোমান, আরিফুল হক ও জাকির হাসান। তিনজনই ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে আছেন। ২০ নভেম্বর এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে।

গেল আসরে পেশোয়ার জালমির হয়ে খেলা দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও তামিম ইকবালকে এই আসরে দলটি ছেড়ে দিয়েছে। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সও মাহমুদউল্লাহকে  রিটেইন করেনি।

ফলে আসন্ন আসরের জন্য তারা তিনজনই উন্মুক্ত থাকবেন। তবে এদের ছেড়ে দিলেও প্লেয়ার্স ড্রাফট থেকে আবারও তাদের দলে ভেড়াতে পাড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সাকিব আল হাসানের বদলী হিসেবে গেল পিএসলে পেশোয়ার জালমির হয়ে খেলেন সাব্বির রহমান। এছাড়া আরিফুল ও জাকির বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরীক্ষিত পারফর্মার।  

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ আরব আমিরাতে ও পাকিস্তানে বসতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের চতুর্থ আসর।

বাংলাদেশ সময়ঃ ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।