ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে রেখে দিলো হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
সাকিবকে রেখে দিলো হায়দ্রাবাদ সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্স বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলেও সাকিব আল হাসানকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গেলো আসরে ভালো পারফরম্যান্সের পুরস্কারই পেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রথম মৌসুমেই হায়দ্রাবাদের হয়ে অলরাউন্ড পারফর্ম করে সাকিব। আর তারই পুরস্কার স্বরূপ তাকে রেখে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি।

 

ভারতের এই বিশ্ব নন্দিত ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে নিজের প্রথম সাত মৌসুমই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কাটায় সাকিব। তবে মাঠে ছিলেন  ছয় মৌসুম। গেলো মৌসুমের আগে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। আর এই সুযোগে ২ কোটি রূপিতে দলে ভেড়ায় হায়দ্রাবাদ। গেলো আসরে রানার্সআপ হওয়া হায়দ্রাবাদের হয়ে সাকিব ব্যাট হাতে করেন ২৩৯ রান ও বল হাতে নেন ১৪ উইকেট।  

সাকিব ছাড়াও অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেও ধরে রেখেছে হায়দ্রাবাদ। যদিও বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ ওপেনার গত মৌসুমে খেলার সুযোগ পাননি।

২০১৯ সালের ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত চলবে এবারের আইপিএল আসর।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।