ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের সভাপতি হলেন পাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের সভাপতি হলেন পাপন এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের সভাপতি হলেন পাপন-ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়ার ক্রি‌কেট খেলুড়ে দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুননির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১৭ নভেম্বর) লাহোরে এসিসি'র বার্ষিক সাধারণ সভাশেষে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পাকিস্তান সভাপতি এহসান মানি।

এর ফলে আগামী ২ বছরের জন্য চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসি'র সভাপতিত্ব করবেন এই বিসিবি বস।

১৯৮৯-৯১ মেয়াদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনিসুল ইসলাম মামুদ।

২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় সভাপতি হিসেবে ছিলেন আলী আজগর লবি।

আর তৃতীয় সভাপতি আহম মোস্তফা কামালের মেয়াদ ছিল ২০১০-১২ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।