ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট দল ঘোষণা, ফিরলেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
টেস্ট দল ঘোষণা, ফিরলেন সাকিব টেস্ট দল ঘোষণা, ফিরলেন সাকিব-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট (বোর্ড)। আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া এক বছরের বেশি সময় পর সাদা পোশাকে ফিরলেন সৌম্য সরকার।

আগামী ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

সাকিব সর্বশেষ গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলেছিলেন।

পরে এশিয়া কাপে চোটগ্রস্ত আঙুলে ফের আঘাত পেলে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে যান।

সাকিব ফিরলেও এই টেস্টে ফিরতে পারেননি তামিম ইকবাল। তিনি সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে সাইড স্ট্রেইনের কারণে খেলতে পারেননি।

অধিনায়ক সাকিবের সঙ্গে এই টেস্টে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে।  বাঁহাতি এ ব্যাটসম্যান সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন।  এছাড়া তরুণ স্পিনার নাঈম হাসানকেও দলে নেওয়া হয়েছে।

জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পড়েছেন লিটন দাশ, নাজমুল ইসলাম অপু ও নাজমুল হোসেন শান্ত।  

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৮
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।