ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সূচি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ছবি: সংগৃহীত

বিশ্রাম নেই বাংলাদেশ ক্রিকেট দলের। সদ্যই শেষ হলো জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ। চলতি নভেম্বরের ২২ তারিখ থেকেই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্দিজের বিপক্ষে সিরিজ। মাঝের এই সময়ও নেই বিশ্রাম। চলছে অনুশীলন।

দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর শেষ টেস্ট হবে ঢাকার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ মিরপুরে ও শেষটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। শেষ দুটি টি-টোয়েন্টি হবে মিরপুরে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিঃ

টেস্ট
১ম টেস্ট- ২২ থেকে ২৬ নভেম্বর, চট্টগ্রাম (সকাল ৯.৩০ মি)
২য় টেস্ট- ৩০ নভে. থেকে ৪ ডিসেম্বর, মিরপুর (সকাল ৯.৩০ মি)

ওয়ানডে

১ম- ৯ ডিসেম্বর, মিরপুর, (দুপুর ১টা)
২য়- ১১ ডিসেম্বর, মিরপুর, (দুপুর ১টা)
৩য়- ১৪ ডিসেম্বর, সিলেট, (দুপুর ১২টা)

টি-টোয়েন্টি

১ম- ১৭ ডিসেম্বর, সিলেট, (সন্ধ্যা ৪টা)
২য়- ২০ ডিসেম্বর, মিরপুর, (সন্ধ্যা ৫টা)
৩য়- ২২ ডিসেম্বর, মিরপুর, (সন্ধ্যা ৫টা)

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।