ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বয়স লুকালেই দুই বছরের নিষেধাজ্ঞা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
বয়স লুকালেই দুই বছরের নিষেধাজ্ঞা! বিসিসিআই

প্রায়ই খেলোয়াড়দের বয়স নিয়ে প্রশ্ন দেখা দেয়। প্রায় সব খেলাতেই এই সমস্যা কমবেশি আছে। তবে ক্রিকেটে এটা একটু বেশী মাত্রায়ই দেখা যায়। চেহারা দেখলেই যাকে মনে হয় বিশ পার হয়ে গেছে, তার বয়স লেখা ১৭/১৮। তবে এই বয়স লুকানো এবার আর সহজে ঘটতে দিচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সম্ভবত বিশ্বের প্রথম কোনো ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটারদের বয়স লুকানোর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে চলেছে বিসিসিআই। মঙ্গলবার (২৭ নভেম্বর) ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ঘোষণা দিয়েছে, কোনো ক্রিকেটার বয়স লুকিয়ে ধরা খেলে দুই বছরের জন্য নিষেধাজ্ঞার খাড়ায় পড়বে।

বিসিসিআই আয়োজিত সব টুর্নামেন্ট এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

আনুষ্ঠানিক ঘোষণায় বিসিসিআই জানিয়েছে, '২০১৮-১৯ মৌসুম থেকে কোনো ক্রিকেটার বয়স লুকিয়েছে এমনটা প্রমাণিত হলে ২০১৮-১৯ ও ২০১৯-২০ এই দুই মৌসুমে বিসিসিআই আয়োজিত সকল টুর্নামেন্টে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। '

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।