ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের চোট গুরুতর নয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
মুশফিকের চোট গুরুতর নয় মুশফিকুর রহিম। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

মাত্র একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তবে তার আগে কিছুটা অস্বস্তি বিরাজ করছে বাংলাদেশ শিবিরে। অনুশীলনে বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তবে স্বস্তির খবর হলো এই চোট তেমন গুরুতর  নয়। এমনটাই নিশ্চিন্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

তিনি জানান, চোট তেমন গুরুতর  নয়, তবে ২৪ ঘণ্টা দেখবেন তারা।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলানিউজকে দেবাশিষ বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা তাকে বিশ্রাম দিয়েছি। এরপর এক্সরে করে দেখে নিশ্চিত হবো। তবে ধারণা চোট তেমন গুরুতর নয়। তবু শেষ মুহূর্ত পর্যন্তই আমরা দেখব। ’

৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়ঃ ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।