মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ রানে হারতে হয় তাদের। ম্যাচ শেষে খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন হারের কারণ ও নিজের হতাশা।
তিনি বলেন, ‘আমার মনে হয় বোলাররা অনেক ভালো বোলিং করেছে। বোলিং ইউনিট আমরা ভালোই করেছি। উইকেটটা আজকে ভালো ছিল। তবে আমি আজকে ফিল্ডিং নিয়ে খুব হতাশ। ফিল্ডিংয়ে আমরা অনেকগুলো দুই-চার দিয়ে দিয়েছি। এ জিনিসটা আমাদের উন্নতি করলে আমাদের ব্যালেন্সটা আরেকটু ভালো হবে। ’
‘জয়ের চিন্তা নিয়েই রান এগিয়ে নিচ্ছিলো খুলনার ব্যাটসম্যানরা। কিন্তু শেষ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রানেই থেমে যায় খুলনা। ৮ রানে জয় পায় রংপুর। ’
শেষ বল পর্যন্ত ম্যাচ চলে যাওয়ার পরও জয় না পাওয়া প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘চাচ্ছিলাম শেষ পর্যন্ত যেন থাকতে পারি। এটাই আমার লক্ষ্য ছিল। বিশ্বাস ছিল, শেষ দুই ওভারে ২০ রানও দরকার হয় তাহলে জিততে পারবো। ওই আত্মবিশ্বাসটা আমার মধ্যে ছিল। ’
তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ে প্রথম দুই বছর আমরা স্ট্রাগল করেছিলাম। আমাদের ওপেনিং কখনোই খুব একটা ভালো হয়নি। এবছর শুরুতেই আমরা ব্যাটিংয়ে ভালো একটা স্টার্ট পেলাম। জুনায়েদ আর স্টারলিং খুব ভালো ব্যাটিং করেছে। তবে মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ওই সময় যতটা বাউন্ডারি প্রয়োজন ছিল, তা হয়নি। এর বাইরে কিছু ডট বল হয়েছে। এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। দেখতে হবে এখানে কিভাবে আরও ভালো করা যায়। ’
বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমকেএম/জিপি