ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একাদশে ওপেনার না থাকাতেই মাশরাফির নামার সিদ্ধান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
একাদশে ওপেনার না থাকাতেই মাশরাফির নামার সিদ্ধান্ত একাদশে মাত্র একজন ওপেনার থাকায় গেইলের সঙ্গে নেমে পড়েন মাশরাফি-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

সবাইকে অবাক করে দিয়ে রোববারের (১৩ জানুয়ারি) বিপিএলে রাজাশাহী কিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নামেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু হতাশ করতেও সময় নেননি। মাত্র ২ বলে শূন্য রান করেই আউট হয়ে ফেরেন। তবে কেনো এমন সিদ্ধান্ত, স্বাভাবিকভাবেই ওঠেছে প্রশ্ন?

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অধিনায়ক। কেনো এমন সিদ্ধান্ত প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমরা আজ কোনো ওপেনার নেইনি।

আইদার ফরহাদ রেজা না হয় আমাকে যেতে হতো। যেহেতু ওদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল তাই আমরা নাহিদকে পিক করেছি অফস্পিনার হিসেবে।  তাই একজনের যেতে হতো। তাই আমি গিয়েছি। ’

নতুন পরিকল্পনা হলেও প্রতিপক্ষকে তেমন ঘাবড়ে দেওয়া গেলো না, যদিও টিম ম্যনেজমেন্ট থেকে মাশরাফির নামার সিদ্ধান্ত নেওয়া ছিল আগেই। অধিনায়ক বলেন, ‘আসলে এটা বড় কোনো বিষয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচ জেতা যেটা আমরা করতে পারিনি। ১৩৬ রান করার জন্য আমাদের কাছে এনাফ ব্যাটসম্যান ছিল। কিন্তু কেউ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। মিডল পার্টে আমরা কোনো জুটি করতে পারিনি। ১৩৬ করার জন্য উইকেটে এমন কোনো বিহেভ ছিল না যে ওটা করা যায় না। আবার ব্লেম করারও জায়গা নেই। এখান থেকে আমাদেরকে কামব্যাক করতে হবে। আমরা আগের থেকেই ডিটারমাইন্ড যে ওরা ৬০ রান করলেও আমি ওপেনিংয়ে যাবো। আগের থেকে পরিকল্পনা। ’

জাতীয় দলে একই সঙ্গে খেলেন কিন্তু বিপিএলে প্রতিপক্ষ দলে মিরাজের অধিনায়কত্ব সম্পর্কেও কথা বলেন মাশয়ারফি। বলন, ‘অবশ্যই ওর জন্য অনেক ভালো। ও এখান থেকে যতটুকু শিখবে আন্তর্জাতিক ম্যাচে ওর জন্য কাজে দেবে। শুধু ইন্টারন্যাশনাল ম্যাচে অধিনায়কত্বের জন্য না, এখান থেকে যেন লিডারশিপটা নিতে পারে। এটা যত তাড়াতাড়ি নিতে পারবে তত ভালো। ওর জন্য অবশ্যই এটা অনেক ভালো যে এসব ম্যাচে অধিনায়কত্ব করছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।