বুধবার (২৩ জানুয়ারি) নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিকে উইকেট হারাতে থাকে কিউইরা।
বল হাতে ভারতের কুলদিপ যাদব ৪টি ও মোহাম্মদ শামি ৩টি করে উইকেটে নেন।
এই ম্যাচে ভারতের হয়ে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মোহাম্মদ শামি। ম্যাচসেরাও হয়েছেন এই ডানহাতি পেসার।
১৫৮ রানে সহজ টার্গেট ব্যাট করতে নেমে ১ উইকেটে ৪৪ রান তোলার পর খারাপ আবহাওয়ার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৯ ওভারে ১৫৬ রানের নতুন টার্গেট দাঁড়ায় ভারতের সামনে। ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট ভর করে ৮৫ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ভারত। ধাওয়ান ৭৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক কোহলি।
আগামী ২৬ জানুয়ারী মাউন্ট মুঙ্গানুইয়ে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএইচএম