ব্যাটিংয়ে চিটাগং। ফাইল ফটো
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃষ্টির কারণে খানিক দেরিতে টস অনুষ্ঠিত হয়। যেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। এ ম্যাচে যে দলই জিতবে তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসরের ৩৫তম ম্যাচটি দুপুর ১টা ৪০ মিনিটে শুরু হবে। দু’দলের প্রথম দেখায় জয় পেয়েছিল মুশফিকুর রহিমের চিটাগং।
পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। আর ৯ ম্যাচে ৬টি জয় ও ৩টি হারে ১২ পয়েন্ট নিয়ে কুমিল্লার অবস্থান দুইয়ে। একই পরিসংখ্যান চিটাগংয়েরও। তবে রান রেটে পিছিয়ে তৃতীয় তারা।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।