সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে ১৪ দিনের মধ্যে রাইডুকে শুদ্ধিকরণ পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয় আইসিসি। কিন্তু তাতে সাড়া দেননি তিনি।
চলতি মাসের ১৩ তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রাইডুর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। রাইডুকে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণায় সোমবার (২৭ জানুয়ারি) আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ ওঠার প্রেক্ষিতে নির্দিষ্ট ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট ক্রিকেটার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেননি। যে কারণে অবিলম্বে বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। পরীক্ষা দিয়ে নিজেকে সন্দেহমুক্ত না করা পর্যন্ত তার বোলিংয়ের ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ’
আইসিসি তাদের বিবৃতিতে আরও জানায়, বিধির ৪.২ ধারা অনুসারে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সম্পূর্ণ সন্তুষ্ট হলেই কেবল তার বোলিংয়ের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হবে। তবে বোলিং না করলেও ব্যাটিং করতে পারবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমকেএম