ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার বোলারদের কৃতিত্ব দিলেন নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
কুমিল্লার বোলারদের কৃতিত্ব দিলেন নাঈম নাঈম হাসান। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ঘরে ফিরে ঠিক যেন খেই হারিয়ে ফেললো চিটাগং ভাইকিংস। এর আগে টানা ৫ ম্যাচ জিতলেও ঘরের মাঠে এখনো জয়ের দেখা পায়নি দলটি। মঙ্গলবার (২৯ জানুয়ারি) কুমিল্লার বিপক্ষে ৭ উইকেটে হারে চিটাগং। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চিটাগং ভাইকিংসের নাঈম হাসান অবশ্য নিজের দল নিয়ে বেশ আশা প্রকাশ করেন। জানান, এখনো সুযোগ আছে।

বাকি দুটি ম্যাচ জিতে তার দল খেলতে চায় প্লে অফে।

এ ম্যাচে হারার কারণ হিসেবে ব্যাটিং ব্যথতাকে দুষছেন নাঈম। বলেন, ‘দ্রুত উইকেট চলে যাওয়ার কারণে ম্যাচ ফসকে গেছে। চিটাগংয়ের মাঠ ব্যাটিংয়ের জন্য সহায়ক। এক্ষেত্রে টপ-অর্ডাররা ভালো করলে ম্যাচ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। ’

‘তবে আমাদের বোলাররা ভালো বল করার চেষ্টা করেছে, ব্যাটসম্যানরা সর্বোচ্চ চেষ্টা করে গেছে। কিন্তু বিপক্ষ দল ভালো বোলিং করার কারণে রানটা কম হয়েছে। তাই ম্যাচটা হেরেছি। ’

নাঈম বলেন, ‘সবাই জেতার জন্য মাঠে নামে। রাজশাহীর সাথে খুব অল্প রানে হেরেছি। কিন্তু এ ম্যাচটাতে জিততে চেয়েছি। কিন্তু হলো না। চিটাগংয়ে আরও একটি ম্যাচ। সেটি জিতে প্লে অফে যেতে চাই। ’

ইতোমধ্যে নিউজিল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দলে ডাক পেয়েছেন চট্টগ্রামের ছেলে নাঈম হাসান। এর আগে টেস্টে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন।

এ বিষয়ে নাইম বলেন, ‘জাতীয় দলে ডাক পাওয়া আনন্দের। একাদশে সুযোগ পেলে শতভাগ দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো। ’

ম্যাচে,শহীদ আফ্রিদি ও মোহাম্মদ সাইফুদ্দিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ঘরের মাঠে প্রথমে ব্যাট করা চিটাগং ভাইকিংস ৮ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে ১৬ ওভার ৩ বলে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসইউ/টিসি/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।