জবাবে ব্যাট করতে নেমে ঘরের ছেলে তামিম একাই হারিয়ে দেন চিটাগংকে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ভূয়সী প্রশংসা করেন দলের ব্যাটসম্যান-বোলারদের।
বলেন, ‘সহজে জয় পেলে টিমের জন্য ভালো। এটি টিমের গতি বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে। চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক। আজকেও তেমনটা ছিল। কিন্তু ভালো বোলিং করাতে ওদের (ভাইকিংস) ব্যাটসম্যানরা রান করতে পারেনি। ’
সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা টানা জিতে প্লে অফে খেলার দ্বারপ্রান্তে। টানা জয়ের কারণ সম্পর্কে ইমরুল বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে সবসময় চাপ থাকে। তবে কুমিল্লার ক্ষেত্রে তেমনটা পাইনি। এখানে সবাই চাপ ছাড়া খেলছে। এজন্য সফলতা পাচ্ছি। ’
আগের ম্যাচে খুলনার বিপক্ষে জিতে জাতীয় দলে নিজের ক্যারিয়ার নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন ইমরুল। নিউজিল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়ার কারণ নিয়ে নিজেই প্রশ্ন তোলেন। কেনো তাকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে হতাশাও প্রকাশ করেন।
মঙ্গলবারও এ প্রসঙ্গে কথা ওঠে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। ইমরুল বলেন, ‘কেউ এ বিষয়ে কথা বলেনি। বাদ পড়ার কারণ জানতে পারলে ভালো হতো। সেটি নিয়ে কাজ করতে পারতাম। ’
এর আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস। জবাবে ১৬ ওভার ৩ বলে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসইউ/টিসি/এমকেএম