ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার সফলতায় নির্ভার ক্রিকেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
কুমিল্লার সফলতায় নির্ভার ক্রিকেট ইমরুল কায়েস। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: শুরু থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা চেপে ধরে চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যানদের। শহীদ আফ্রিদি ও মোহাম্মদ সাইফুদ্দিনের জোড়া আঘাতে ভেঙে যায় চিটাগংয়ে ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে মুশফিক বাহিনী। 

জবাবে ব্যাট করতে নেমে ঘরের ছেলে তামিম একাই হারিয়ে দেন চিটাগংকে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ভূয়সী প্রশংসা করেন দলের ব্যাটসম্যান-বোলারদের।

বলেন, ‘সহজে জয় পেলে টিমের জন্য ভালো। এটি টিমের গতি বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে। চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক। আজকেও তেমনটা ছিল। কিন্তু ভালো বোলিং করাতে ওদের (ভাইকিংস) ব্যাটসম্যানরা রান করতে পারেনি। ’

সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা টানা জিতে প্লে অফে খেলার দ্বারপ্রান্তে। টানা জয়ের কারণ সম্পর্কে ইমরুল বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে সবসময় চাপ থাকে। তবে কুমিল্লার ক্ষেত্রে তেমনটা পাইনি। এখানে সবাই চাপ ছাড়া খেলছে। এজন্য সফলতা পাচ্ছি। ’

আগের ম্যাচে খুলনার বিপক্ষে জিতে জাতীয় দলে নিজের ক্যারিয়ার নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন ইমরুল। নিউজিল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়ার কারণ নিয়ে নিজেই প্রশ্ন তোলেন। কেনো তাকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে হতাশাও প্রকাশ করেন।

মঙ্গলবারও এ প্রসঙ্গে কথা ওঠে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। ইমরুল বলেন, ‘কেউ এ বিষয়ে কথা বলেনি। বাদ পড়ার কারণ জানতে পারলে ভালো হতো। সেটি নিয়ে কাজ করতে পারতাম। ’

এর আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস। জবাবে ১৬ ওভার ৩ বলে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসইউ/টিসি/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।