মঙ্গলবার (২৯ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকেও ফর্ম ফিরে পাওয়ার নেপথ্যসহ একাধিক বিষয় জানান সাংবাদিকদের।
তিনি বলেন, রংপুরের চারজন বিদেশি ম্যাচগুলো সহজ করে দিচ্ছে। তারা সহজে ম্যাচ জিতিয়ে ফিরছে। এজন্য দেশীয় ব্যাটসম্যানরা ব্যাটিং করার সুযোগও পাচ্ছেন না।
ফরহাদ রেজা বলেন, আমাদের দলে বিদেশি বোলার নেই। তাই স্থানীয় বেশি সুযোগ পাচ্ছে। তাই আমাদের সুবিধা হয়েছে।
নিজের ফর্ম ফিরে পাওয়া প্রসঙ্গে ফরহাদ রেজা উদাহরণ টেনে বলেন, খুলনার সঙ্গে আমরা একটা ম্যাচ জিতেছি। ওই ম্যাচ চলাকালীন মাশরাফি ভাই এসে বললো, ‘আমি খুব কম বোলার দেখেছি, যারা ভালো ইয়কার মারতে পারে। তুইও তাদের মধ্যে একজন। এখন কথাটা যদি তুই বিশ্বাস করিস, তাহলে সেটি করে দেখাতে হবে। এভাবে তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথমে ব্যাট করে তার দল ১৪২ রানের লক্ষ্য দেয় মাশরাফি বিন মর্তুজার রংপুরকে। জবাবে ব্যাট ১৮ ওভার ৪ বলে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য পৌঁছে মাশরাফির রংপুর।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসইউ/টিসি