ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে সিলেট ব্যাটিংয়ে নেমেছে সিলেট সিক্সার্স-ছবি: বাংলানিউজ

রাজশাহী কিংসের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক অলক কাপালি। দুই দলের জন্যই আজকের ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ। শেষ চারের বাকি তিন দল নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি এক দল হিসেবে কোয়ালিফায়ারে জায়গা পাওয়ার লড়াইয়ে নেমেছে সিলেট-রাজশাহী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৮তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬-৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।

পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয়ের এ লড়াই উভয় দলের জন্যই অনেকটা বাঁচা-মরার লড়াই।

১১ ম্যাচে ১০ পয়েন্ট রাজশাহীর। অন্যদিকে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে আছে সিলেট। দুই দলের জন্যই বাকি সব ম্যাচে জয় বাধ্যতামূলক। তাই এই ম্যাচকে বাঁচা-মরার লড়াই বলা হচ্ছে।

এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১১ রানে হারিয়ে এরইমধ্যে রংপুর ও কুমিল্লা ভিক্টোরিয়েন্সের পর শেষ চার নিশ্চিত করেছে চিটাগং ভাইকিংস। আর আগেই বাদ পড়া নিশ্চিত হয়ে গেছে খুলনা টাইটান্সের। তাই কোয়ালিফায়ারে পা রাখার মুল লড়াইটা তাই ঢাকা, রাজশাহী ও সিলেটের মধ্যেই সীমাবদ্ধ।  

রাজশাহী কিংসের একাদশ
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, লোরি ইভান্স, ক্রিস্টিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট, জনসন চার্লস (উইকেটরক্ষক)।

সিলেট সিক্সার্সের একাদশ
সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, নিকোলাস পুরান, জেসন রয়, লিটন দাস (উইকেটরক্ষক), অলক কাপালি (অধিনায়ক), সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইবাদাত হোসেন, নাবিল সামাদ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।