বুধবার (৩০ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন এই ম্যাচে চিটাগংয়ের সর্বোচ্চ স্কোরার ক্যামেরন ডেলপোর্ট। বলেন, ‘পর পর তিন ম্যাচে হেরে দল একদম ব্যাকফুটে ছিল।
টানা জিততে থাকা দলটি ঘরে এসে তরী ডুবাতে বসেছিল। কোনোভাবেই বের হতে পারছিল না হারের বৃত্ত থেকে।
ডেলপোর্ট বলেন, ‘রাজশাহীর সাথে ম্যাচটি কাছাকাছি গিয়ে হেরেছি। টানা ৩ ম্যাচ হেরেও আত্মবিশ্বাস ছিল জিতবো। দলের সবাই জেতার জন্য কাজ করেছে। এজন্য জয়টা এলো। ’
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যামেরন ডেলপোর্ট ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে চিটাগং ভাইকিংস। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানে থেমে যায় ঢাকা ডায়নামাইটসের ইনিংস।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসইউ/টিসি/এমএইচএম