ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকার প্লে-অফে খেলার সুযোগ দেখছেন বার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
ঢাকার প্লে-অফে খেলার সুযোগ দেখছেন বার্চ সংবাদ সম্মেলনে কথা বলছেন অ্যান্ড্রু বার্চ-ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ঢাকা ডায়নাইমটস। মাত্র ২৩ রানে তুলতে ৩ উইকেট হারায় দলটি। তবে ক্রিজে নেমে অধিনায়ক সাকিব ভালোই জবাব দিচ্ছিলেন। নুরুল হাসানকে নিয়ে ৫০ রান ও 'হ্যাটট্রিক ম্যান' রাসেলের সাথে ৫৫ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ৭৩ রানে নুরুল হাসান ও ১৩৯ রানে রাসেল বিদায় নিলে জয় থেকে ছিটকে পড়ে দলটি।

বুধবার (৩০ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকার প্রোটিয়া তারকা অ্যান্ড্রু বার্চ বলেন, ‘শুরুতে দ্রুত উইকেট হারানোর কারণে ম্যাচটা হাতছাড়া হলো। ' 

চলতি বিপিএলে শুরুটা ভালো হলেও শেষের দিকে এসে যেন খেই হারিয়ে ফেলল সাবেক চ্যাম্পিয়নরা।

১০ ম্যাচ ৫টিতে জিতে পয়েন্ট টেবিলে নড়বড়ে অবস্থান দলটির।

বার্চ অবশ্য বললেন, কিছুটা শঙ্কা থাকলেও এখনো প্লে-অফে খেলার সুযোগ আছে তার দলের। এখনো দুটি ম্যাচ বাকী। সেগুলো জিততেই হবে।

‘দল ভালো খেলছে। কিন্তু কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও হেরেছি। এজন্য ব্যাকফুটে চলে গেছে টিম। তবে আমি মনে করি, সবাই ভালো খেললে ফিরে আসা সম্ভব। ’

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যামেরন ডেলপোর্ট ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস।  

জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানে থেমে যায় ঢাকা ডায়নামাইটসের ইনিংস।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসইউ/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।