বুধবার (৩০ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকার প্রোটিয়া তারকা অ্যান্ড্রু বার্চ বলেন, ‘শুরুতে দ্রুত উইকেট হারানোর কারণে ম্যাচটা হাতছাড়া হলো। '
চলতি বিপিএলে শুরুটা ভালো হলেও শেষের দিকে এসে যেন খেই হারিয়ে ফেলল সাবেক চ্যাম্পিয়নরা।
বার্চ অবশ্য বললেন, কিছুটা শঙ্কা থাকলেও এখনো প্লে-অফে খেলার সুযোগ আছে তার দলের। এখনো দুটি ম্যাচ বাকী। সেগুলো জিততেই হবে।
‘দল ভালো খেলছে। কিন্তু কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও হেরেছি। এজন্য ব্যাকফুটে চলে গেছে টিম। তবে আমি মনে করি, সবাই ভালো খেললে ফিরে আসা সম্ভব। ’
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যামেরন ডেলপোর্ট ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস।
জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানে থেমে যায় ঢাকা ডায়নামাইটসের ইনিংস।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসইউ/টিসি/এমএইচএম