বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) হ্যামিল্টনে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও ভারত। ঘরের মাঠে আগের তিন ম্যাচে হেরে কিউইরা এমনিই ক্ষুদার্থ ছিল।
দলীয় ২১ রানে শিখর ধাওয়ানকে এলবির ফাঁদে ফেলে বোল্টের শুরু। দুই রান পর নিজেরই ক্যাচে ফেরান আরেক ওপেনার রোহিত শর্মাকে। পরে দলীয় ৩৩ রানের মাথায় ৩টি উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে সফরকারীরা। উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন কলিন ডি গ্র্যান্ডহোম।
শেষ দিকে হার্দিক পান্ডিয়া (১৬), কুলদিপ যাদব (১৫) ও যুজভেন্দ্র চাহাল (১৮ অপরাজিত) দলের সংগ্রহ একশ’ রানের কাছাকাছি নিয়ে যান। তাদের ব্যাট থেকেই সর্বোচ্চ রান আসে।
গ্র্যান্ডহোম তুলে নেন আরও ৩ উইকেট। এছাড়া টড অ্যাস্টেল ও জিমি নিশাম একটি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৯
এমএমএস