ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জেতার পর ভারতের ভরাডুবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
সিরিজ জেতার পর ভারতের ভরাডুবি ছবি: সংগৃহীত

দাপটের সঙ্গে সিরিজ নিশ্চিত করেছিল ভারত। পরে দলকে স্বস্তির জায়গায় রেখে বিশ্রামে গিয়েছিলেন বিরাট কোহলি। তবে তারকা এ ক্রিকেটারের ছুটির দিনে ধস নামলো ভারতীয় ক্রিকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে মাত্র ৯২ রানে অলআউট হওয়ার পর ৮ উইকেটের বড় ব্যবধানে হারলো টিম ইন্ডিয়া।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) হ্যামিল্টনে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও ভারত। ৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪.৪ ওভারে মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনকে হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।

ওপেনার হেনরি নিকোলস ৩০ ও রস টেইলর ৩৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান।

ভারতীয় বোলারদের মধ্যে ভুবেনশ্বর কুমার দুটি উইকেট তুলে নেন।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে যাওয়া কিউইরা ঘরের মাঠে আগের তিন ম্যাচে হেরে এমনিই ক্ষুদার্থ ছিল। অন্যদিকে জ্বলে উঠলেন দলের বোলাররা। বিশেষ করে ট্রেন্ট বোল্ট। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।

দলীয় ২১ রানে শিখর ধাওয়ানকে এলবির ফাঁদে ফেলে বোল্টের শুরু। দুই রান পর নিজেরই ক্যাচে ফেরান আরেক ওপেনার রোহিত শর্মাকে। পরে দলীয় ৩৩ রানের মাথায় ৩টি উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে সফরকারীরা। উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন কলিন ডি গ্র্যান্ডহোম।

শেষ দিকে হার্দিক পান্ডিয়া (১৬), কুলদিপ যাদব (১৫) ও যুজভেন্দ্র চাহাল (১৮ অপরাজিত) দলের সংগ্রহ একশ’ রানের কাছাকাছি নিয়ে যান। তাদের ব্যাট থেকেই সর্বোচ্চ রান আসে।

গ্র্যান্ডহোম তুলে নেন আরও ৩ উইকেট। এছাড়া টড অ্যাস্টেল ও জিমি নিশাম একটি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।