গত ১০ ওয়ানডেতে ৫০৫ রান, সর্বশেষ গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে করলেন ৩৪৯ রান। গত ১০ ম্যাচের হিসেবে তামিমের পরই ইমরুলের অবস্থান।
ইমরুলের দলের ফেরার খবরটা ক্রিকেট পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। আর এর সূত্রপাত হয়েছে বিসিবি প্রধানের এক মন্তব্য থেকে। তিনি নাকি এক বেসরকারী টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন ইমরুলকে নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে বিবেচনা করার কথা।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচকমণ্ডলীর এক সদস্য জানান, ‘আমরা একজন কিংবা দুইজন ব্যাক আপ প্লেয়ার প্রস্তুত রাখি। সেভাবেই ইমরুলের নামটি এসেছে। তবে সেটা টেস্টের জন্য। এটি এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে কোচ স্টিভ রোডস কক্সবাজার থেকে ফিরবেন। তার সাথে বসে একটি সিদ্ধান্ত নেব। ’
চূড়ান্ত না হতেই সংবাদ মাধ্যমে বিসিবি সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও তাই বললেন। তবে বিসিবি সভাপতি চাইলে যে তাও সম্ভব সেটাও জানিয়েছেন তিনি।
নান্নুর ভাষ্যমতে, যেহেতু ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে, ১৬তম খেলোয়াড় নেওয়ার সুযোগ থেকেই যাচ্ছে। আর সেই খেলোয়াড়ের নামই ইমরুল কিনা তা জানতে টাইগার কোচ স্টিভ রোডসের ঢাকায় ফেরা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তবে দলের টপ অর্ডারে বাড়তি ব্যাটসম্যান হিসেবে ইমরুলই যে প্রধান পছন্দ তাও জানিয়েছেন নান্নু।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমএইচএম