একে সবুজ ঘাস তার ওপর উইকেটে অসমান বাউন্স। আর এই উইকেটে স্বাগতিক কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলের দুর্দান্ত বোলিং।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনে উইন্ডিজ বোলাররা দাপট দেখালেও দিনের শেষে ২১ ওভার ব্যাট করেও কোনো উইকেট না হারিয়েই ব্যাট করে গেছে উইন্ডিজের দুই ওপেনার। সফলতা পায়নি ইংল্যান্ডের কোনো বোলার।
টস হেরে ব্যাট করতে নামা থেকেই উইন্ডিজ বোলারদের তোপের মুখে পরে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৯৩ রানের মধ্যেই বিদায় হন ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটসম্যান।
একদিক থেকে নিয়মিত বিরতিতে উইকেট পতন হলেও টিকে থাকেন জনি বেয়ারস্টো। একমাত্র এই ব্যাটসম্যানই উইন্ডিজ বোলারদের ভোগাতে সক্ষম হন। পুরো দলের করা ১৮৭ রানের মধ্যে তার ব্যাট থেকেই আসে ৫২ রান। যা দলের দ্বিতীয় সর্বোচ্চ।
ইংলিশদের সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় অবদান মঈন আলীর। তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৬০ রান। এই দুজন ছাড়া বেন ফোকসের ব্যাট থেকে আসে ৩৫ রান। ছাড়া বলার মতো স্কোর নেই আর কারও নামের পাশে।
দুর্দান্ত ছন্দে থাকা পেসার কেমার রোচ একাই নেন ৪ উইকেট। বিনিময়ে দেন ৩০ রান। পেসার গ্যাব্রিয়েল নেন ৪৫ রানে ৩ উইকেট। এছাড়া দুটি নেন আলজারি জোসেফ ও একটি নেন জেসব হোল্ডার।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমকেএম