মানুকা ওভালে শুক্রবার (১ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অনভিজ্ঞ লঙ্কান বোলিংয়ের ফায়দা লুটে একটা লজ্জা থেকে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া। বিগত ৬ টেস্টে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই ৯০-এর কোটা পার হতে পারেননি।
যে দলের কোনো ব্যাটসম্যান ৮০ রানই করতে পারছিলেন না (ঘরের মাঠের সর্বশেষ ৫ টেস্টে), সেই দলের দুই ব্যাটসম্যানের (হেড ও বার্নস) ব্যাট থেকে রানের বন্যা বয়ে গেল। দুজনেই দেড়শ’ ছাড়ানো ইনিংস খেললেন।
হেড যখন বার্নসের সঙ্গে যোগ দিতে ক্রিজে এলেন, দলের টপ অর্ডার তখন রীতিমত ধুঁকছে। শুরুটা নড়বড়ে হলেও দ্রুতই সেট হয়ে যান দুজনে। বাজে বল পেলেই মাঠ ছাড়া করেছেন। নিয়েছেন পর্যাপ্ত সিঙ্গেল।
দিনের শেষ ভাগে ফার্নান্দোর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে হেড (১৬১) বিদায় নেন। তবে ওপেনিংয়ে নেমে সারাদিন ব্যাট করে ১৭২ নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বার্নস।
অজিদের বিপক্ষে এমন পরিস্থিতির দায় অবশ্য ইনজুরির উপর চাপাতেই পারে শ্রীলঙ্কা। লাহিরু কুমারা এবং দুশমান্থা চামিরা ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন। এর ওপর আবার ম্যাচ শুরুর আগে চোট নিয়ে সরে যান সুরাঙ্গা লাকমলও।
বল হাতে ৩ উইকেট নিয়ে লঙ্কান পেসারদের মান রক্ষা করেছেন ভিশ্বা ফার্নান্দো। ২ উইকেট গেছে স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার ঝুলিতে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমএইচএম