বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার (০২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১-৩০ মিনিটে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টসে জিতে ব্যাটিং বেছে নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
তামিমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা। তরুণ নাহিদুলের সঙ্গে বল হাতে এদিন কুমিল্লার ব্যাটসম্যানদের নাকাল করে ছাড়েন মাশরাফি ও বোপারা। এই তিন বোলারের তোপ সামলাতে ব্যর্থ হয়ে অল্প রানেই গুটিয়ে যায় কুমিল্লা।
কুমিল্লার ব্যাটিং ধসের দিনে সর্বোচ্চ ২১ রান এসেছে জিয়াউর রহমানের ব্যাট থেকে। ১৮ রান করেছেন লিয়াম ডসনের ব্যাট থেকে। কোনো রান না করেই বিদায় নিয়েছেন কুমিল্লার ৪ ব্যাটসম্যান।
রংপুরের সবচেয়ে সফল বোলার রবি বোপারা। ৩ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করে ৩ উইকেট ঝুলিতে পুরেছেন এই ইংলিশ অলরাউন্ডার। বল হাতে সুইংয়ের পসরা সাজিয়ে ৪ ওভার বল করে ১৮ রান খরচে ২ উইকেট নিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি। ২ উইকেট নিয়েছেন নাহিদুলও।
শেষ চার আগে নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি এখন শীর্ষস্থান নিশ্চিতের ম্যাচে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কুমিল্লা। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রংপুর।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমএইচএম