টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে বাংলাদেশের যুবারা করে ২৬৬ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান আসে শামিম হোসেনের ব্যাট থেকে। মাহমুদুল হাসান (৫৭) ও শাহাদাত হোসেনের (৫১) ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। এছাড়া মোহাম্মদ পারভেজ হোসেন ১৩, আকবর আলী ১০, রিশাদ হোসেন ২২ রান করেন।
ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন জর্জ হিল। দুটি করে উইকেট নেন অ্যাডাম ফিঞ্চ ও জ্যাক মর্লে। আর একটি নেন জর্জ বল্ডারসেন।
২৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার জরদান কক্স ফেরেন শূন্য রানেই। তবে অপর ওপেনার বেন চার্লসওর্থ একাই আগলে রাখেন এক প্রান্ত। ধৈর্য্যের দারুণ পরীক্ষা দিয়ে তুলে নেন সেঞ্চুরিও। তার ব্যাট থেকেই আসে দলীয় সর্বোচ্চ ১১৫ রান।
এছাড়া, লিউইস গোল্ডওর্থি ২১, বাল্ডারসন ১১, হলম্যানের ব্যাট থেকে আসে ৩০ রান।
বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট তুলে নেন আহসানুল্লাহ গালিব। এছাড়া দুটি করে উইকেট নেন রুহেল আহমেদ, শামিম হোসেন ও তৌহিদ হৃদয়।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে সেঞ্চুরিয়ান বেন চার্লসওর্থের হাতে। আর ম্যান অব দ্যা সিরিজ হন বাংলাদেশের শামিম হোসেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমকেএম