ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এলিমিনেটর ম্যাচের আগে আঘাত পেলেন সৈকত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
এলিমিনেটর ম্যাচের আগে আঘাত পেলেন সৈকত ইনজুরিতে সৈকত। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ পর্ব মাঠে গড়াচ্ছে সোমবার (-০৪ ফেব্রুয়ারি) থেকে। এদিনই মাঠে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। আর এই এলিমিনেটর ম্যাচের আগে ইনজুরিতে পড়েলন চিটাগং ভাইকিংসের অলরাউন্ডার মোসদ্দেক হোসেন সৈকত। 

রোববার (৩ ফেব্রুয়ারি) অনুশীলনের সময় পায়ে আঘাত পান তিনি। নেটে ব্যাট করার সময় ডক স্টিকের ইয়োর্কার লেন্থের বল ফ্লিক করতে গিয়ে ব্যর্থ হলে বল তার পায়ে আঘাত করে।

পরে অন্যের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে আঘাত তেমন গুরুতর নয়।

ইনজুরিতে সৈকত।  ছবি: শোয়েব মিথুন

এবারে বিপিএল আসরে প্রথম দিকে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে শেষ দিকে কিছুটা ছন্দে ফেরেন। একাধিক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। চিটাগং ভাাকিংসের হয়ে ১২ ম্যাচে ১১৮.৪০ স্ট্রাইক রেটে ১৯৩ রান করেন সৈকত।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯

আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।