ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এলিমিনেটর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
এলিমিনেটর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে চিটাগং টসে জিতে ব্যাটিংয়ে চিটাগং। ছবি: শোয়েব মিথুন

মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচ। সোমবারের (০৪ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। 

গ্রুপ পর্বে এই দুদলের দুটি ম্যাচেই জয় পায় চিটাগং। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

 

ঢাকা ডায়নামাইটস একাদশ: 

উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, রনি তালুকদার, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, রুবেল হোসেন ও কাজী অনিক।

চিটাগং ভাইকিংস একাদশ:

ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, হারদুস ভিলজোন, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।