নিউজিল্যান্ড সফরে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেখানকার আবহাওয়া। মুহূর্তেই পাল্টে যায় সেখানকার প্রকৃতি।
ম্যাচ শেষে তাই প্রস্তুতি নিয়ে কিছুটা আক্ষেপ ঝরে পড়লো মাশরাফির কণ্ঠে, 'কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে আমাদের কমপক্ষে ১ সপ্তাহ সময় দরকার ছিল। কিন্তু আমি কোনো অজুহাত দিচ্ছি না। '
বুধবার (১৩ ফেব্রুয়ারি) নেপিয়ারে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৫ রানেই দলের সবচেয়ে বড় ভরসা ওপেনার তামিম ইকবাল বিদায় নেন। এরপর উইকেট হারানোর পালা চলতে থাকে সপ্তম উইকেট পর্যন্ত।
দলের বিপদে ব্যাট হাতে দাঁড়িয়ে যান মোহাম্মদ মিঠুন আর মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনে মিলে ৮৪ রানের জুটি গড়ে দলকে ২৩২ রান পর্যন্ত টেনে নিয়ে যান। এছাড়া বলার মতো রান আসে (৩০) শুধু সৌম্য সরকারের ব্যাটে। ব্যাটিং ব্যর্থতার কারণেই মূলত হার ত্বরান্বিত হয় বাংলাদেশ।
ব্যাটিং নিয়ে কিছুটা হতাশ মাশরাফি বলেন, 'আমরা ব্যাট হাতে সংগ্রাম করেছি। শুরুতে অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। তবে কোনো অজুহাত দিতে চাইনা। আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। '
১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ আগামী ১৬ ফেব্রুয়ারি ভোর ৪টায় স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএইচএম