ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনন্য মাইলফলকের সামনে মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
অনন্য মাইলফলকের সামনে মুশফিক মুশফিকুর রহিম। ফাইল ছবি: শোয়েব মিথুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিম ছুঁতে যাচ্ছেন অনন্য এক মাইলফলক। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২০০তম ম্যাচ খেলতে নামবেন এদিন।

মুশফিকের আগে বাংলাদেশের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন একমাত্র বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় মুশফিকের।

এরপর থেকে নিয়মিতই খেলছেন বাংলাদেশ সলের হয়ে। বর্তমানে দলের প্রধান স্তম্ভদের অন্যতম তিনি। ব্যাট হাতে এবং উইকেটের পেছনে অসামান্য অবদান রেখে যাচ্ছেন প্রতিনিয়ত।

২০১১ সালে মুশফিকের কাঁধে ওঠে টেস্ট, ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব। তবে ২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব হারান তিনি। আর ২০১৭ সালে সরিয়ে দেওয়া হয় টেস্ট দলের অধিনায়কের পদ থেকেও।

৩১ বছর বয়সী মুশফিক এখন পর্যন্ত ১৯৯ ওয়ানডে, ৬৬টি টেস্ট ও ৭৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ফেব্রুয়ারির ম্যাচটি হবে মুশফিকের ২০০তম ওয়ানডে ম্যাচ।

ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাত চারটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।