টসের সময় বাঁয়ে দাঁড়িয়ে আছেন মাশরাফি
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
তাই সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতেই মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। একাদশে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড দল। পেসার মিচেল স্যান্টনারের পরিবর্তে খেলছে অলরাউন্ডার টড অ্যস্টেল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি সিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহমি, টড অ্যাস্টেল, লকেই ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরএআর/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।