ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রাথমিক বিপর্যয় সামলে সাবধানী বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
প্রাথমিক বিপর্যয় সামলে সাবধানী বাংলাদেশ নিউজল্যান্ড দলের উল্লাস

ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানেডেতে নিউজল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। হেগলে ওভালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। 

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার লিটন দাস।

এরপর ৪.১ ওভারে ১০ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তোলা কঠিন হয়ে পড়ছিল টাইগার ব্যাটসম্যানদের জন্য। দ্বিতীয় উইকেট জুটিতে সাবধানেই ব্যাট চলাতে থাকেন তামিম ও সৌম্য। তবে তামিমও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ২৮ বলে ৫ রান করে দলীয় ১৬ রানের মাথায় ম্যাট হেনরির বলে এল.বি.ডব্লিউ’র ফাঁদে পড়েন। তৃতীয় উইকেটে কিছুটা আস্থার পরিচয় দেন সৌম্য ও মুশফিক। তবে প্রথম ওয়ানডের মতো আবারও ব্যর্থ সৌম্য। ২২ রান করে গ্রান্ডহমির বলে আউট হন তিনি। ব্যক্তিগত ১৪ রানে ফার্গুসনের বলে স্লিপে মুশফিকের ক্যাচ ফেলে দেন রস টেলর। এরপর ব্যক্তিগত ৫ রানে ফার্গুসনের বলে স্লিপে মোহাম্মদ মিঠুনের ক্যাচ ফেলে দেন রস টেলর। জীবন পেয়ে ইনিংসটাকে বড় করতে পারেননি মুশফিক। দলীয় ৮১ রানে আউট হন তিনি। ২০ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯২ রান।
 
এই ম্যাচে বাংলাদেশ দল একাদশে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড দল। পেসার মিচেল স্যান্টনারের পরিবর্তে খেলছে অলরাউন্ডার টড অ্যস্টেল।
 
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মর্তুজা ও মোস্তাফিজুর রহমান।
 
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি সিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহমি, টড অ্যাস্টেল, লকেই ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
 
 
বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরএআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।