ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
নিউজিল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ নিউজিল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। হেগলে ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার লিটন দাস।

এরপর ৪ দশমকি১ ওভারে ১০ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। বৃষ্টির পর ম্যাচ আবার শুরু হলে নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তোলা কঠিন হয়ে পড়েছিল টাইগার ব্যাটসম্যানদের জন্য। দ্বিতীয় উইকেট জুটিতে সাবধানেই ব্যাট চলাতে থাকেন তামিম ও সৌম্য। তবে তামিমও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।

২৮ বলে ৫ রান করে দলীয় ১৬ রানের মাথায় ম্যাট হেনরির বলে এল বি ডব্লিউ’র ফাঁদে পড়েন। তৃতীয় উইকেটে কিছুটা আস্থায় পরিচয় দেন সৌম্য ও মুশফিক। তবে প্রথম ওয়ানডের মতো আবারও ব্যর্থ সৌম্য। ২২ রান করে গ্রান্ডহমির বলে আউট তিনি। ব্যক্তিগত ১৪ রানে ফার্গুসনের বলে স্লিপে মুশফিকের ক্যাচ ফেলে দেন রস টেলর। এরপর ব্যক্তিগত ৫ রানে ফার্গুসনের বলে স্লিপে মোহাম্মদ মিঠুনের ক্যাচ ফেলে দেন রস টেলর। জীবন পেয়ে ইনিংসটাকে বড় করতে পারেননি মুশফিক। দলীয় ৮১ রানে আউট হন তিনি।

স্থায়ী হয়নি মাহমুদউল্লাহ-মিঠুন পঞ্চম উইকেট জুটি। দলীয় ৯৩ রানে টড অ্যাস্টেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান মাহমুদউল্লাহ।

৬ উইকেটে  রানের দেখা পায় সাব্বির-মিঠুন। গড়েন ৫০ রানের জুটি। ৫ রানে জীবন পাওয়া মিঠুন তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। টড অ্যাস্টেলের বলে মিঠুন বোল্ড আউট হলে ভাঙ্গে ৭৫ রানের ৬ উইকেট জুটি।

দলীয় ১৯০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্যভিলিয়নের পথ ধরেন মিরাজ। এরপর সাব্বিরের ব্যাটে ভর করে বাংলাদেশের রান ২০০’র কোঠা পার করে। সাব্বির যখন ৪৩ রান করে ফার্গুসনের বলে আউট হন স্কোর বোর্ডে রান তখন ২০৬। সাইফউদ্দিনও ১০ রান করে আউট হন। মাশরাফি শেষ ব্যাটসম্যান হিসেবে ১৩ রান করে আউট হলে বাংলাদেশ অল আউট হয় ২২৬ রানে। নিউজিল্যান্ডের ফার্গুসন ৩টি এবং টড অ্যাস্টেল ও নিশাম ২টি করে উইকেটে নেন।

এই ম্যাচে বাংলাদেশ দল একাদশে কোনো পরিবর্তন আনেনি।

এদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড দল। পেসার মিচেল স্যান্টনারের পরিবর্তে খেলছে অলরাউন্ডার টড অ্যস্টেল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি সিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহমি, টড অ্যাস্টেল, লকেই ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।