শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টায় মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা।
আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে দাঁড়িয়ে গিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। তার ব্যাট থেকে এসেছে ৫৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে।
বাংলাদেশের সংগ্রহকে মামুলি বানিয়ে এই ম্যাচেও ব্যাট হাতে হন্তারক হয়ে আবির্ভূত হয়েছেন কিউই ওপেনার গাপটিল। ৭৫ বলে তুলে নিয়েছেন ঝড়ো এক সেঞ্চুরি। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে গড়ে তুলেছেন শতোর্ধ্ব রানের জুটিও।
ক্রিজে সেট হয়ে যাওয়া গাপটিলের বিপক্ষে ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রায় সব টাইগার বোলারই। শেষ পর্যন্ত বিদায় নিলেও তার ১১৮ রান করে বিদায় নিলেও তার ব্যাটেই সর্বনাশ হয়েছে টাইরাগদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জিততে হলে আরও ২৭ রান দরকার উইলিয়ামসনদের।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এমএইচএম