ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথমবার ক্যারিবীয় ওয়ানডে দলে ক্যাম্পবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
প্রথমবার ক্যারিবীয় ওয়ানডে দলে ক্যাম্পবেল জন ক্যাম্পবেল-ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের সুবাদে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ডাক পেলেন জন ক্যাম্পবেল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। যেখানে ইনজুরির কারণে ছিটকে গেছেন এভিন লুইস, রোভম্যান পাওয়েল ও কেমো পল।

২০ ফেব্রুয়ারি বার্বাডোজে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

দলে ফেরানো হয়েছে কার্লোস ব্র্যাথওয়েট ও শেলডন কোটরেলকে।

যেখানে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলা ব্র্যাথওয়েট জাতীয় দলে ফিরছেন।

এদিকে ইংলিশদের বিপক্ষে এই টেস্ট সিরিজেই জাতীয় দলে অভিষেক হয় ক্যাম্পবেলের। হার্ডহিটিং ব্যাটিং সামর্থ্য থাকায় লুইসের জায়গায় তাকে নেওয়া হলো।

প্রথম দুটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, জন ক্যাম্পবেল, শেলডন কোটরেল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, অ্যাশলে নার্স, নিকোলাস পুরান, কেমার রোচ, ওশেন টমাস।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।