ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন টেইলর। নিউজিল্যান্ড ইনিংসের ৩৩তম ওভারে মেহেদি হাসান মিরাজের বল ফাইন লেগে ঠেলে দিয়েই সিঙ্গেল নিয়ে গড়ে ফেলেন এই রেকর্ড।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের। ৮ হাজার ৭ রান নিয়ে তিনি ছিলেন সবার উপরে। তাকে ছাড়িয়ে টেইলর এখন ৮ হাজার ২৬ রানের মালিক।
টেলর ইতিহাস গড়ার পর ইউনিভার্সিটি ওভালের দর্শকরা তাকে দাঁড়িয়ে সম্মান জানান। দেশের হয়ে এত বড় কীর্তির জন্য এই সম্মান তার প্রাপ্যই ছিলো।
এর আগে আরেকও একটি রেকর্ড করেন টেইলর। ফ্লেমিংয়ের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে আট হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। তবে ফ্লেমিংয়ের চেয়ে কম ম্যাচ খেলেই এই রেকর্ড করেন তিনি। এই রান তুলতে ফ্লেমিং খেলেন ২৭৯ ম্যাচ আর টেইলরের লাগলো ২১৮টি।
বাংলাদেশ সময়ঃ ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এমকেএম