ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তৃতীয়দিনে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
তৃতীয়দিনে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে স্বাগতিক নিউজিল্যান্ড (ফাইল ফটো)

হ্যামিল্টন টেস্টের তৃতীয়দিনে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশের থেকে ২১৭ রানে এগিয়ে থেকে ব্যাটিং করবে তারা।  

প্রথমদিন ভালো শুরুর পরও বেশি সময় ব্যাট করতে পারেনি বাংলাদেশ। তামিম ইকবালের টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরির (১২৬)  পরও মাত্র ৫৯.২ ওভার খেলে ২৩৪ রানেই প্রথম ইনিংসে অল আউট হয়ে ফেরে টাইগাররা।

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড গড়ে বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটির রেকর্ড। প্রথমদিন শেষে ৮৬ রানে অপরাজিত থাকে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। দ্বিতীয়দিন নেমে সেই রান টেনে নিয়ে যেতে থাকার পথে হয়ে যায় এক রেকর্ডও। বাংলাদেশের বিপক্ষে কোনো দেশের উদ্বোধনী জুটির সর্বোচ্চ রান করার রেকর্ড এটিই। পেছনে পড়ে যায় ২০০১ সালে ওয়েলিংটনে ম্যাট হর্ন ও মার্ক রিচার্ডসনের ১০৪ রানের জুটি।  

রেকর্ডের এই জুটি ভাঙেন মাহমুদউল্লা। সৌম্য সরকার দুটি ও মেহেদি হাসান মিরাজ এক উইকেট তুলে নিলে ২১৭ রানে এগিয়ে থেকে শেষ হয় দ্বিতীয়দিন।  

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা,  মার্চ ০২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।