টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি গাজীর। দলীয় ৪ রানেই শফিউলের বলে ফেরেন মেহেদি হাসান (১)।
ডানহাতি পেসার শফিউল একাই তুলে নেন ৫ উইকেট। যা তার লিস্ট 'এ' ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এর আগে ২১ রানে ৪ উইকেট ছিলো তার সেরা পাফরম্যান্স। এছাড়া দুই উইকেট নেন সোহাগ গাজী ও একটি করে নেন সাকলাইন সজীব এবং মোহাম্মদ আশরাফুল।
ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খুব একটা সহজ হয়নি মোহামেডানের জন্য। দলীয় ২৫ রানেই পরপর দুই ওপেনারকে হারিয়ে বসে মোহামেডান। একটু সময় পর আবারও ৪৮ রানে জোড়া উইকেট হারায় দলটি। তবে রকিবুল হাসানের অনবদ্য ৮২ রানের ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রাখে। তাকে ভালো সঙ্গ দেন সোহাগ গাজী (২৯)।
গাজী গ্রুপের হয়ে দুটি করে উইকেট নেন রাব্বি ও রুয়েল মিয়া। আর একটি নেন রাইহান উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমকেএম/এমএমএস