ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ তামিম ইকবাল ও সাদমান ইসলাম

ওয়েলিংটনে সিরিজের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃষ্টির কারণে প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে কিউইদের কাছে ইনিংস ও ৫২ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগারা। দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিলো মাহমুদউল্লাহর বাহিনী।

তবে তিন দিনে নেমে আসা ম্যাচে কাজটা মোটেও সহজ হবে না টাইগারদের জন্য।  

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে ফিরেছেন তাইজুল ইসলাম। আর পেসার খালেদ আহমেদের পারিবর্তে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।  

অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ই লক্ষ্য স্বাগতিকদের। একাদশে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। টড অ্যাস্টলের পরিবর্তে খেলবেন পেসার ম্যাট হেনরি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউদল্লাহ রিয়াদ, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু যায়েদ, এবাদত হোসাইন ও মোস্তাফিজুর রহমান।  

নিউজিল্যান্ড একাদশ: জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, বি জে ওয়াটলিং, কোলিন ডি গ্রান্ডহোম, ম্যাট হেনরি, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আরএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।