ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জয় দিয়ে সমতায় সিরিজ শেষ করলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
জয় দিয়ে সমতায় সিরিজ শেষ করলো আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের জয়। ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি আফগানিস্তানের বিপক্ষে হেরেই শুধু করে আয়ারল্যান্ড। তবে পঞ্চম ও শেষ ম্যাচে জয় নিয়ে সমতায় শেষ করতে সক্ষম হয় তারা। রোববার (১০ মার্চ) আফগানিস্তানকে ৫ উইকেটে হারায় আইরিশরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি আফগানদের। দলীয় মাত্র ৬ রানেই হারায় প্রথম উইকেট।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক আসগর আফগান। তবে মাঝপথে ৮২ রান করেই রিটায়ার্টহার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।  

দলীয় সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। তিনি ছাড়া ২৪ রান করে ওপেনার জাবেদ আহমেদ, ৪০ রান করে মোহাম্মদ নবী ও ৩৫ (অপরাজিত) রান করেন রশিদ খান। নির্ধারিত ৫০ ওভারে ২১৬ করে আফগানিস্তান।

আইরিশদের হয়ে দুই উইকেট নেন ডকরেল। আর একটি করে নেন মুরটাগ, ম্যাকব্রিন, ক্যামেরন ডো ও সিমি সিং।

লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করে আইরিশরা। উদ্বোধনী জুটি করে পঞ্চাশোর্ধ রান। ওপেনার পোর্টারফিল্ড ১৭ রানে ফিরে গেলেও বলবিরনি শক্ত হাতে হাল ধরেন। নিজে ৬৮ রান করার পাশাপাশি স্টারলিংয়ের ৭০ রানেও সাহায্য করেন। লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি বেগ পেতে হয়নি আইরিশদের। মাত্র ৫ উইকেট হারিয়েই জয় তুলে নেয়।

আফগানদের হয়ে দুই উইকেট নেন জহির খান। আর একটি করে উইকেট নেন মুজিব উর রহমান, রশিদ খান ও মোহাম্মদ নবী।

দ্বিতীয় ওয়ানডেটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ২-২ সমতায় শেষ হলো সিরিজ।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমকেএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।