ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

রূপগঞ্জকে জেতালেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
রূপগঞ্জকে জেতালেন মুমিনুল ছবি: শোয়েব মিথুন

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডে সোমবারের (০১ এপ্রিল) ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। ঋষি ধাওয়ানের বোলিং তোপ ও মুমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে বিকেএসপিকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে রূপগঞ্জ।

ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে বিকেএসপির দেওয়া লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও পরে সামলে নেয় নিজেদের রূপগঞ্জ। মুমিনুল হকের ৯৩ রান ও অধিনায়ক নাঈম ইসলামের ৩১ রানেই মূলত জয় পায় দলটি।

এছাড়া মেহেদি মারুফ করেন ২৭ রান। ৫ ওভার হাতে রেখেই পাঁচ উইকেটে জয় তুলে নেয় রূপগঞ্জ।

বিকেএসপির হয়ে দুটি করে উইকেট নেন আব্দুল কাইয়ুম ও সুমন খান এবং একটি উইকেট নেন তানজিম হাসান সাকিব।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকেই উইকেট হারায় বিকেএসপি। প্রান্তিক নওয়াজ নাবিল ও শামীম হোসাঈন ৭৭ রানের জুটি দলের স্কোর তেমন বড় করতে পারেনি। ৩৮ রানে নাবিল ফিরে যাওয়ার পরই দ্রুত উইকেট হারায় বিকেএসপি। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন শামীম। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান তুলতে সক্ষম হয় দলটি।

বিকেএসপির ব্যাটিং লাইন আপ একাই উড়িয়ে দেন ভারতের ঋষি। একাই নেন ৫ উইকেট। এছাড়া মুক্তার আলী দুটি ও মোহাম্মদ শহীদ একটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।