ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মদ্যপ হয়ে গাড়ি চালানো করুনারত্নের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
মদ্যপ হয়ে গাড়ি চালানো করুনারত্নের জরিমানা দিমুথ করুনারত্নে। ছবি: সংগৃহীত

মদ্যপ হয়ে গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে আহত করা শ্রীলঙ্কান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেকে সাড়ে ৭ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এমন অর্থ তিনি একটি টেস্ট ম্যাচের ফি হিসেবে পান।

করুণারত্নের কাঁধে আসন্ন বিশ্বকাপে নেতৃত্বের ভার দেওয়ার কথা ভাবা হচ্ছিলো। সেই করুনারত্নেই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে আহত করেছেন।

আহত ব্যক্তি এক থ্রি হুইলার এক চালককে। গত রোববার (৩১ মার্চ) তাকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে কলম্বোর স্থানীয় পুলিশ।

থ্রি হুইলারের সঙ্গে করুণারত্নের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলেও, সৌভাগ্যবসত বেঁচে যান আহত চালক। কলম্বোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এর আগে বোরেলায় স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে করুণারত্নেকে আটক করে পুলিশ। তবে তাকে জামিন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।