ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার বছর পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোস্তাফিজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
চার বছর পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি: শোয়েব মিথুন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবারও দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। ২০১৪ সালে সর্বশেষ তাকে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে দেখা গেছে। ২০১৬ সালে ইনজুরির কারণে খেলতে পারেননি ডিপিএল। ২০১৭ আর ২০১৮তে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে খেলা হয়নি। এবারও প্রথম দিকের ম্যাচগুলোতে মোস্তাফিজকে না পাওয়া গেলেও অবশেষে সে সুযোগ পাচ্ছেন তিনি।

রোববার (০৭ এপ্রিল) শাইনপুকুরের হয়ে দলের অনুশীলনেও যোগ দেন কাটার মাস্টার। সুপার লিগ নিশ্চিত হলে তার আগে দুটি ম্যাচে খেলবেন তিনি।

তাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত শাইনপুকুরের অধিনায়ক সোহরাওয়ার্দি শুভ। বলেন, ‘পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছি আমরা। সুপার লিগ নিশ্চিত করতে হলে দুটি ম্যাচে জিততে হবে। মোস্তাফিজ যোগ দেয়ায় দল আরোও শক্তিশালী হয়েছে। ’

তবে শুধু ম্যাচ খেলা নয় বিশ্বকাপের আগে ফিটনেস ধরে রাখতেও ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করেন মোস্তাফিজ। বলেন, ‘বিশ্বকাপের জন্য ক্যাম্প শুরুর আগে ম্যাচ খেলা প্রয়োজন। অনুশীলন করার জন্য ম্যাচ খেলাই ভালো। যেই ম্যাচই হোক না কেন ভালো খেললে আত্মবিশ্বাস বাড়ে। ফিটনেস ধরে রাখতেও কাজে দেবে। ’

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৪৮ ম্যাচ ৮৯ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি’র মতো লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেও ম্যাচ সেরা হন এই বাঁহাতি পেসার।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘন্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।