ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে প্রথম পিউমা স্টোরের উদ্বোধনে মুশফিক-লিটনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
বাংলাদেশে প্রথম পিউমা স্টোরের উদ্বোধনে মুশফিক-লিটনরা পুমা স্টোর উদ্বোধন। ছবি: সংগৃহীত

প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালুর মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড পিউমা। বনানী ১১ নম্বর রোডে (হাউজ-১৫৩/ই, রোড-১১, বনানী, ঢাকা ১২১৩) অবস্থিত এ ফ্ল্যাগশিপ স্টোরটি সাউথ-ইস্ট এশিয়ার বৃহত্তম স্টোরগুলোর একটি। এই স্টোরের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান্সহ আরও অনেকে। 

দুই হাজার ২শত বর্গফুট আয়তনের এ স্টোরটি জুড়ে রয়েছে ব্র্যান্ডের নতুন সব পারফরমেন্স ও স্পোর্টস স্টাইল পণ্য। বাংলাদেশে পিউমার প্রথম স্টোর চালুর বিষয়ে পিউমা ভারতীয় ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতি এখন বেশ দ্রুত অগ্রসরমান এবং এ দেশের বাজার আমাদের কার্যক্রম শুরুর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে পেরে আমরা বেশ আনন্দিত। এ স্টোরটি দক্ষিন পূর্ব এশিয়ার সবচেয়ে বড় স্টোরগুলোর একটি যা এ দেশের পেশাজীবী মানুষ এবং অ্যাথলেটদের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, তারই প্রমাণ দেয়। ’

স্টোরটি চালুর বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে মুশফিক বলেন, ‘পিউমার মতো বিশ্বের শীর্ষস্থানীয় একটি স্পোর্টস ব্র্যান্ড বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমার মতো প্রফেশনাল অ্যাথলেট এবং ক্রীড়ামোদিদের জন্য এটা প্রেরণাদায়ক। অদূর ভবিষ্যতে বাংলাদেশে পিউমার আরও স্টোর চালু হবে বলে আমি আশা করছি। ’

ক্রিকেটাররা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পিউমা ইন্ডিয়া এবং ডিবিএল গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ যাদের মধ্যে আছেন পিউমা ইন্ডিয়ার মাল্টি ব্র্যান্ড চ্যানেলের বিজনেস হেড পুলক চৌধুরী, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাদের।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।