ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বোলারদের দাপটে কলকাতাকে হারিয়ে শীর্ষে চেন্নাই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
বোলারদের দাপটে কলকাতাকে হারিয়ে শীর্ষে চেন্নাই বোলারদের দাপটে কলকাতাকে হারিয়ে শীর্ষে চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দাপুটে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই।

এমএ চিদামবারাম স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিক চেন্নাইয়ের বোলিং তোপের মুখে পড়ে কলকাতার ব্যাটসম্যানরা। ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা।

এক প্রান্ত আগলে রেখে একাই লড়ে যান আন্দ্রে রাসেল। তার অপরাজিত ৪৪ বলে ৫০ রানে ইনিংসের কল্যাণেই ১০০ রান পার করে কলকাতা। ২০ ওভারে ৯ উইকেটে ১০৮ রান তোলে কলকাতা নাইট রাইডার্স।

চেন্নাইয়ের দীপক চাহার ৩টি, হরভজন সিং ও ইমরান তাহির ২টি এবং রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন।  ১০৯ রানে সহজ টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সহজে রান তুলেতে পারেনি চেন্নাই।

শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় চেন্নাই। ফাফ ডুপ্লেসিস সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন। কলকাকাতার সুনীল নারাইন ২টি এবয় পিযুষ চাওলা ১টি উইকেট নেন।

চেন্নাইয়ের দীপক চাহার ম্যাচ সেরা হয়েছেন। এই জয়ে ৬ ম্যঅচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই। আর ৮ টয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে কলকাতা।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।