ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও বিমানবন্দরের মেঝেতে ধোনির ঘুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
আবারও বিমানবন্দরের মেঝেতে ধোনির ঘুম ঘুমিয়ে নিলেন ধোনি। ছবি: সংগৃহীত

এর আগে ২০১৭ সালে একই কাণ্ড ঘটিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। আবারও ধোনিকে বিমানবন্দরের মেঝেতে ঘুমাতে দেখা গেলো।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বিমানবন্দরে একই কাণ্ড ঘটান ধোনি। সেবারও দলের সবাই মেঝেতে বসে বিমানের বোডিং পাসের অপেক্ষা করছিলো।

কিন্তু ধোনি এই ফাঁকে মাথার নিচে ব্যাগ দিয়ে শুয়ে পড়লেন। কয়েক মিনিট ঘুমিয়েই নিলেন।

এবারও দেখা গেলো একই কাণ্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিলের) চলতি আসর শেষেই ক্রিকেটারদের ছুটতে হবে বিশ্বকাপ খেলতে। তাই এবারের আইপিলের সূচি বেশ তাড়াহুড়াতেই সাজানো হয়েছে। এমনকি কোনো কোনো দলকে তিনদিনে দুটি ম্যাচও খেলতে হচ্ছে।

আর এ কারণেই ক্রিকেটারদের বিশ্রাম নেই বললেই চলে। তাই চেন্নাই বিমানবন্দরে অপেক্ষা করার সময় আবারও ঘুমিয়ে নিলেন ধোনি। ঘুমের সে ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করে লেখেন, ‘আইপিএলের সময়সূচির সঙ্গে মানিয়ে নেয়ার পর যদি সকালের ফ্লাইট থাকে তবে এমনই হয়। ’

এদিকে আইপিএলে ধোনির দল চেন্নাই সুপার কিংস ফুরফুরে মেজাজে রয়েছে। সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।