ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা তৃতীয়বার উইজডেনের শীর্ষ ক্রিকেটার কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
টানা তৃতীয়বার উইজডেনের শীর্ষ ক্রিকেটার কোহলি বিরাট কোহলি-ছবি: সংগৃহীত

২০১৮ সালটা যেকোনো বিচারেই বিরাট কোহলির জন্য দারুণ কেটেছে। দুর্দান্ত এক বছর কাটানোর পুরস্কারও পেলেন হাতেনাতে। বুধবার (১০ এপ্রিল) উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক কর্তৃক টানা তৃতীয়বারের মতো বছরের শীর্ষ ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ভারতীয় অধিনায়ক।

এছাড়া ট্যামি বিউমন্ট, জস বাটলার, স্যাম কুরান এবং রোরি বার্নসের সঙ্গে বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবেও তাকে বেছে নেওয়া হয়েছে। ভারতের স্মৃতি মান্ধানা বছরের শীর্ষ নারী ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন।

২০০৪ সাল থেকে 'ক্রিকেটের বাইবেল' খ্যাত যুক্তরাজ্যভিত্তিক উইজডেন ম্যাগাজিনের নতুন সংস্ককরণে এক বর্ষপঞ্জিতে ক্রিকেটের সেরা পারফর্মারকে 'লিডিং ক্রিকেটার' এর পুরস্কার দিয়ে আসছে। এই পুরস্কারের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিনবার এই স্বীকৃতি পেলেন কোহলি। এছাড়া সবমিলিয়ে শুধু অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (১০বার) ও জ্যাক হবস (৮ বার) কোহলির চেয়ে বেশি জিতেছিলেন।

২০১৮ সালে তিন ফরম্যাট মিলিয়ে ২৭৩৫ রান করেছেন ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান কোহলি। দ্বিতীয় স্থানে থাকা জো রুটের চেয়ে প্রায় ৭০০ রান বেশি! ভারতের ইংল্যান্ড সফর থেকেই তিনি দুর্দান্ত ফর্মে আছেন। ওই সফরের পাঁচ টেস্টে ৫৯.৩ গড়ে ৫৯৩ রান করেছিলেন। যদিও সিরিজটা ৪-১ ব্যবধানে হেরে গিয়েছিল ভারত। কোহলি বছরটা শেষ করেছেন নামের পাশে ৫টি টেস্ট সেঞ্চুরি নিয়ে।

শীর্ষ নারী ক্রিকেটার মান্ধানা গত বছর ওয়ানডেতে ৬৬৯ রান ও টি-টোয়েন্টিতে ৬৬২ রান করেছেন।

শীর্ষ পাঁচে থাকা ইংলিশ ক্রিকেটার বিউমেন্ট ২০১৭ সালের নারী বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহক ছিলেন। সাদা বলের খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, যার একটি আবার মাত্র ৪৭ বলে, যা ইংলিশদের টি-টোয়েন্টি রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর তার মোট রান ৬২৮, এটাও ইংলিশ রেকর্ড।

টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার ঘরে তুলেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) ২১টি উইকেট নিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তিনি আফগানদের হয়ে গত বছর ৮.৬৮ গড়ে ২২টি উইকেট ঝুলিতে পুরেছিলেন।

শীর্ষ পাঁচ ক্রিকেটারের তালিকায় থাকা বাটলার গত বছর ঘরের মাটিতে ৭ টেস্টে ৫১০ রান করেছেন, যা তার জাতীয় দলের বাকি সতীর্থদের যে কারো চেয়ে বেশি। ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া বাটলার ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১০ রানের ইনিংস খেলেন। ম্যাচটি এক উইকেটে জিতে যায় ইংলিশরা।

তালিকায় থাকা স্যাম কুরান ভারতের বিপক্ষে ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের অন্যতম নায়ক। মূলত পেসার হলেও এজবাস্টন ও সাউদাম্পটন টেস্টে ঝড়ো ফিফটি হাঁকিয়ে ম্যাচের ফল পাল্টে দিতে বড় ভূমিকা রাখেন। এজবাস্টনে মাত্র আট বলে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে বল হাতেও বড় ভূমিকা রেখেছিলেন। পাল্লেকেলে টেস্টে লঙ্কানদের বিপক্ষে ৬৪ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তিও মনে রাখার মতো।

তালিকার শেষ নাম তথা বার্নস মূলত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জায়গা পেয়েছেন। গত বছর কাউন্টি ক্লাব সারে’র হয়ে ১ হাজারের বেশি রান করে দলকে চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানোয় বড় ভূমিকা রেখে টেস্ট দলে ডাক পান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এমএইএচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।