ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

উইজডেনের দ্বিতীয় সেরা ছবি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
উইজডেনের দ্বিতীয় সেরা ছবি বাংলাদেশের উইজডেনের দ্বিতীয় সেরা ছবি।

সদ্য প্রকাশিত উইজডেন বর্ষসেরা তালিকার ক্রিকেটারদের মধ্যে প্রথম হয়েছেন ভারতের বিরাট কোহলি। একই দিনে প্রকাশিত বর্ষসেরা ছবির তালিকায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশের একটি ছবি।

বাংলাদেশের একটি ডকইয়ার্ডের পাশে ক্রিকেট খেলছে শিশু-কিশোররা। সৈয়দ মাহাবুবুল কাদেরের তোলা এই ছবিটি পেতে যাচ্ছে বর্ষসেরার দ্বিতীয় পুরষ্কার।

আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ছবিটি পোস্ট করেছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ্র বুড়িগঙ্গা নদীর পারে এক ডকইয়ার্ডে ক্রিকেট খেলার এই ছবিটি উইজডেন-এমসিসি ক্রিকেট ফটো প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। ’

ছবিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ক্রিকেট সমর্থকদের দারুন সাড়া পাচ্ছে। শামস আরএনবি নামে এক বাংলাদেশি সমর্থক মন্তব্য করেন, ‘আমরা ক্রিকেট ভালোবাসি। ক্রিকেট আমাদের আবেগ। ধন্যবাদ আইসিসি। ’

মামুর রশিদ নামের পাকিস্তানি এক ভক্ত মন্তব্য করেন, ‘সেরা ছবি। পাকিস্তান থেকে ভালোবাসা জানাই। ’

রিক নামের এক ভারতীয় ভক্ত লেখেন, ‘বাংলাদেশ তোমাকে অনেক ভালোবাসি। ভারত থেকে ভালোবাসা নিও। ’

বাংলাদেশ সময়ঃ ১০২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।